বাংলাদেশে প্রথম ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’

0 ৩৬৮

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে ইংরেজি চলচ্চিত্র হিসেবে এই প্রথম সেন্সর ছাড়পত্র পেলো ‘দ্য গ্রেভ’। গাজী রাকায়েত পরিচালিত এই সিনেমাটি ইংরেজি ও বাংলা ভাষায় তৈরি করা হয়েছে।

সিনেমাটি পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন গাজী রাকায়েত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

সরকারি অনুদানে নির্মিত ‘দ্য গ্রেভ’ দুই ভাষার জন্য আলাদাভাবে শুটিং করা হয়েছে। ইংরেজি ও বাংলা ভাষায় দুটি চলচ্চিত্রেরই সেন্সর হয়েছে। তবে, বাংলা সিনেমাটির নাম রাখা হয়েছে ‘গোর’।

১৫ জানুয়ারি সেন্সর ছাড়পত্র হাতে পান পরিচালক গাজী রাকায়েত। ওই দিন সন্ধ্যায় বিএফডিসির মান্না ডিজিটাল অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে পরিচালক গাজী রাকায়েত ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে সেন্সর ছাড়পত্র তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা, শামীমা তুষ্টি ও অর্থা। অতিথি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ ও এসএম মহসীন।

Leave A Reply

Your email address will not be published.