বাঘায় চুরির অপবাদে যুবককে দিনভর আটকে রাখার অভিযোগ

0 ১,৪৭২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাছ চুরির অপবাদে রাজিব নামের এক যুবককে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩-০২-১৮) দিনভর তাকে একটি বাড়িতে আটকে রাখা হয় বলে জানা গেছে। খবর পেয়ে এদিন সন্ধার পর উপজেলার বারখাদিয়া গ্রামের এজাব প্রামানিকের ছেলে রাজার বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
জানা যায়, উপজেলার গঙ্গারামপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে রাজিবসহ কয়েকজন যুবক শ্রমের বিনিময়ে রাজার পুকুরে মাছ ধরে দিত। ঘটনার দিন ভোর রাতে রাজিবসহ তার সঙ্গীরা পুকুরে মাছ ধরে দিয়ে চলে যায়। পরে মাছ চুরির সন্দেহে রাজাসহ তার ব্যবসায়ী পাটনার খায়েরহাট গ্রামের বিচ্ছাদ আলী বাঘার পাশ্ববর্তী চারঘাট উপজেলার সারদা এলাকা থেকে রাজিবকে ধরে নিয়ে রাজার বাড়িতে দিনভর আটকে রাখে।
এবিষয়ে কোন কথা বলতে রাজি হননি রাজা। তবে রাজার পার্টনার বিচ্ছাদ বলেন, মাছ চুরি করে নিয়ে যাওয়ার কারণে তাকে আটকে রাখার কথা স্বিকার করেছেন। অভিযোগ সত্য নয় বলে দাবি করে রাজিব। বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হীরেন্দ্রনাথ ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।##

Leave A Reply

Your email address will not be published.