বৃথা গেল মনোজের লড়াই, ২১ রানে হার বাংলার

0 ৭৩১

manojtiwarypt-22-11খেলাধুলা ডেস্ক : বরোদা-৯৭ ও ১৩

বাংলা-৭৬ ও ১৩৩

২১ রানে বরোদা জয়ী ৷

রোহতক: লাহলির সবুজ পিচেই কুপোকাত হয়ে গেল বাংলা৷ বরোদাকে দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অল আউট করার পরে মনোজ তিওয়ারিদের জয়ের লক্ষ্য মাত্র দাঁড়ায় ১৫৫ রান৷ কিন্তু সেটা যে খুবই কঠিন তা ফের প্রমাণ হয়ে গেল৷ বৃথা গেল বাংলা অধিনায়কের লড়াই৷ দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানেই গুটিয়ে গেল বাংলা৷ ২১ রানে হেরে ফের রঞ্জিতে ব্যাকফুটে বাংলা৷ এই ম্যাচে হারের পরে কোনও পয়েন্ট পেল না বাংলা৷ অন্যদিকে বরোদা ছ-ছ’টি পয়েন্ট তুলে নিলে তাদের ঝুলিতে৷
মাত্র দু’দিনেই শেষ হয়ে গেল রঞ্জি৷  প্রথমদিন পড়েছিল ২৩ উইকেট। এদিন পড়ল বাকি ১৭টি। সবুজ পিচে দাঁড়াতে পারেনি বরোদা৷ দাঁড়াতে পারেনি বাংলাও৷ মনোজ ৩৯ রান করে লড়াই করার চেষ্টা করেন৷ পাশাপাশি শ্রীবৎস গোস্বামীও অপরাজিত ২৬ রান করেন৷ এছাড়া বাংলার আর কোনও ব্যাটসম্যান এদিন দাঁড়াতেই পারলেন না৷ বাংলার ভরসা সুদীপ চট্টোপাধ্যায়( ১৬) ব্যর্থ হয়েছেন৷ অতীত শেঠ, ইরফান পাঠানদের দাপটে শেষ হয়ে গেল বাংলা৷
উল্লেখ্য, মঙ্গলবার ১৩৩ রানে শেষ হয়ে যায় বরোদার ইনিংস৷ সৌজন্যে কলকাতার বছর তেইশের মিডিয়াম পেসার মুকেশ কুমার৷একাই তুলে নেন পাঁচ উইকেট৷ মুকেশকে সঙ্গ দেন অমিত কুইলা ও অশোক দিন্দা৷ কুইলা তিনটি ও দিন্দা দু’টি করে উইকেট পেয়েছেন লাহলির সবুজ পিচে৷এ দিন তিন উইকেট হারিয়ে ৬৬ রানে খেলা শুরু করে বরোদা ৭০ রান যোগ করেই তাদের বাকি সাত উইকেট চলে যায়৷ কিন্তু শেষ হাসি বরোদায়৷

Leave A Reply

Your email address will not be published.