বেতন ইস্যুতে এমসিসিকে যা বললেন সাকিব

0 ৫৮৭

খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার ও বুধবার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভায় আমন্ত্রিত ছিলেন সাকিব আল হাসান। সদস্য হিসেবে প্রথম সভাতেই নিজের উজ্জ্বল উপস্থিতির স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের যে বেতনের বৈষম্য, তা কমানো না গেলে দেশের হয়ে খেলার আগ্রহ হারাবে ক্রিকেটাররা বলে জানিয়েছেন সাকিব।
ফুটবলের মত ক্রিকেট একটি বৈশ্বিক খেলা নয়। তারপরও বর্তমানে এই খেলাটিতে ক্রিকেটারদের রয়েছে প্রচুর অর্থ উপার্জনের উপায়। বিশেষত আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল প্রভুতি বৈশ্বিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার পর থেকে। তবে এর খারাপ প্রভাবটাও পড়ছে খেলাটিতে।
এই কমিটিতে সাবেকদের মধ্যে রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাককালাম, কুমার সাঙ্গাকারারাও আছেন। সাকিব সেখানে বলেছেন, বাংলাদেশের অসংখ্য তরুণ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে আর তাদের লক্ষ্য হিসেবে দেখেন না। টেস্টের তুলনায় টি-টোয়েন্টি থেকে বেশি আয়ের সুযোগ থাকাই এর কারণ।
আর তাই জাতীয় দল ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকে পড়ার আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের মধ্যে। এমসিসি কমিটির সদস্য এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এ ব্যাপারে বলেন, ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আপনি জাতীয় দল ছেড়ে আইপিএল খেলতে দেখবেন না। এর কারণ তারা (বোর্ড) খেলোয়াড়দের সন্তোষজনক পারিতোষিক দিয়ে থাকে।
তাই বছরের বেশির ভাগ সময় ধরে টেস্টে সেরা খেলোয়াড় পেতে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কাছাকাছি চুক্তি নিশ্চিত করা উচিত। এতে তাদের দেশের প্রতিনিধিত্ব করার আগ্রহে ভাটা পড়বে না।
সাকিবের কথার সূত্র ধরে পন্টিংয়ের ভাষ্য, ‘সাকিব উদাহরণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে অনেক দিন ধরে চলে আসা কিছু সমস্যা আর ঘটনার কথা বলেছে। সে এও বলেছে, টাকা (সারা বিশ্বে ক্রিকেট থেকে যে পরিমাণ আয় হয়, এর অংশ) কোথায় যায় সেটা আইসিসিকে নিয়ন্ত্রণ করতে হবে। সে জানে বিশাল অঙ্কের টাকা হয়তো সঠিক জায়গাতেই যাচ্ছে, কিন্তু খেলোয়াড়দের কাছে যেভাবে যাওয়া উচিত, সেভাবে নয়।’
এই ধারা চলতে থাকলে বাংলাদেশের মতো টেস্ট ক্রিকেটে দীর্ঘ ঐতিহ্য বা অবকাঠামো  নেই, এমন দেশগুলোতে বড় দৈঘ্যের ক্রিকেট আরও অগুরুত্বপূর্ণ হয়ে পড়বে। কেবল  গৌরবের কথা বলে আর তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে টানা যাবে না।
অন্তত এখনকার বাস্তবতায়। ২০ ওভারের ক্রিকেট তরুণদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলে, শুধু টেস্ট নয়; আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব অনেক দেশের খেলোয়াড়দের কাছে কমে যাবে বলে শঙ্কার সুর উঠেছে এমসিসির সভায়। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.