ব্যাটিংয়ে ভারত, শুরুতেই আউট রোহিত

0 ৪০৪

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা মোটেও ভালো হয়নি। ভারতীয় বোলারদের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ওপেনিংয়ে নেমেছেন রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। তবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই সাজঘরে ফিরেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। নিজেদের ইনিংসের শেষ ১০ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। যেখানে কোনো ব্যাটসম্যানই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৩ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।ব্রেকিংনিউজ

তবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে রোহিত শমাকে হারায় ভারত। আবু জায়েদ রাহির বলে লিটনকে ক্যাচ দিয়ে ফেরেন এই হিটম্যান। ফেরার আগে করেন ৬ রান।

বাংলাদেশ একাদশ:
ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন আশ্বিন, উমেস যাদব, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা।

 

Leave A Reply

Your email address will not be published.