মালিতে হামলায় ৪০ জন নিহত

0 ৩০৩

আন্তর্জাতিক ডেস্ক: মালির মধ্যাঞ্চলে সশস্ত্র হামলায় ৯ সেনা সদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, মালির মধ্যাঞ্চলে বেশিরভাগ হামলার ঘটনা ঘটছে মূলত জাতিগত সহিংসতার কারণে।

দেশটির সরকার বলছে, ফুলানি সম্প্রদায় প্রধান অগোসসাগু গ্রামে রাতের বেলায় এক হামলায় ৩১ জন নিহত হয়। সেখানে গত মার্চ মাসে এক হামলায় ১৬০ জন নিহত হয়। ওই হামলার জন্য ডগোন মিলিশিয়াদের দায়ী করা হয়।

অগোসসাগু গ্রামের প্রধান আলী ওসমানী বারি এএফপিকে বলেন, প্রায় ৩০ জন বন্দুকধারী এই হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলার পর তারা ঘরে এবং শস্যে আগুন ধরিয়ে দেয়, গবাদিপশু পুড়িয়ে দেয় অথবা লুট করে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা এর আগে ২৮ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিলেন। তিনি দাবি করেন, হামলাকারীরা ডগোন নৃগোষ্ঠীর। তবে কে এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.