মেয়র আব্দুল জলিল কর্তৃক আনসার-ভিডিপি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

0 ৩০৩

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল ৩১ অক্টোরব বৃহস্পতিবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চলমান বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত প্রশিক্ষণে কুড়িগ্রাম ও লালমনিরহাট হতে আগত ৩০ জন ভিডিপি মহিলা সদস্যা প্রশিক্ষণ গ্রহণ করছেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন দেশে ও জাতির উন্নয়নে সর্বক্ষেত্রেই আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা ব্যাপক ভূমিকা পালন করছেন। তিনি আরো বিলেন ‘‘আর্থ-সামাজিক উন্নয়নে দেশের সর্বত্র নিরবে কাজ করে যাচ্ছে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ’’। তার সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মোঃ লুৎফর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, বেসিক কম্পিউটারের বহিরাগত প্রশিক্ষক আব্দুস সোবহান। বেসিক কম্পিউটার প্রশিক্ষণটি ০৬ অক্টোবর শুরু হয় এবং আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Leave A Reply

Your email address will not be published.