যুদ্ধের জন্যে প্রস্তুত সমুদ্র-ড্রোনের পরীক্ষা করল এই দেশ

0 ১,১৮০

drone-3আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা দুই কোটি ডলারে ব্যয়ে তৈরি যুদ্ধোপযোগী সমুদ্রড্রোনের পরীক্ষা শুরু করেছে। দক্ষিণ চিন সাগরে মার্কিন সমুদ্রড্রোন আটকের ঘটনা নিয়ে যখন চিনের সঙ্গে আমেরিকা টালবাহানা চলছিল, তখনই এই ড্রোনটি প্রকাশ্যে আনে বলে জানা গিয়েছে।

সি হান্টার নামের মার্কিন সমুদ্রড্রোনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৭ নট। সবথেকে বড় কথা একজন নাবিকও না নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিতে পারবে এটি। সান দিয়াগোর উপকূলে সি হান্টারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। জলের তলে চলাচলের উপযোগী সমুদ্রড্রোন সি হান্টারে  বসানো বিভিন্ন সেন্সর এবং চালকহীন পরিচালনা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হবে। প্রাথমিক ভাবে এতে কোনও অস্ত্র বসানো হয় নি।

সি হান্টার এক নাগাড়ে ৩০ থেকে ৯০ দিন সাগর তলে থেকে তৎপরতা চালাতে পারবে। এবং স্বয়ংক্রিয় ভাবে বন্দর ত্যাগ করতে ও বন্দরে নিজ ঘাটিতে ফিরে আসতে পারবে। শত্রুপক্ষের ডুবোজাহাজ খুঁজে বের করতে এবং ঘায়েল করার কাজে সি হান্টার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.