যুবলীগ নেতার বিরুদ্ধে ক্যাবল ব্যবসা দখলের অভিযোগ

0 ৩০৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজধানীর গোপীবাগে লুক মিডিয়া নেটওয়ার্ক নামের একটি ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান দখল করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সাংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. হারুনের স্ত্রী ফারজানা জাহান জুঁই।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৩৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার ক্যাডার বাহিনীর নির্যাতন ও অস্ত্রের ভয়ে আমার পুরো পরিবারকে গোপীবাগ ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। আমার স্বামীর মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান লুক মিডিয়া নেটওয়ার্ক এখন তার দখলে। এই ক্যাবল ব্যবসা থেকে প্রতিমাসে গ্রাহকদের কাছে বিল বাবদ আদায় করে নিচ্ছে লাখ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে জন ও তার লোকজন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করার পায়তারা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় আমার স্বামীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আমার পরিবারের উপর একাধিকবার আক্রমণ করা হয়, এর পরে তারা জোর করে দখল করে নেয় আমাদের ক্যাবল ব্যবসা।’

জুঁই বলেন, ‘আমরা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনের দেওয়া বৈধ লাইসেন্স নিয়ে গ্রাহকদের বাড়িতে ডিশ সংযোগের ব্যবসা করে আসছি। জনের চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকীর বিষয়ে মতিঝিল ও ওয়ারী থানা পুলিশকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।’

এসময় তি‌নি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি, পুলিশ কমিশনার, র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চে‌য়ে‌ছেন।

Leave A Reply

Your email address will not be published.