রস সাগরে নিশ্চিন্তের ডেরা পেঙ্গুইন-তিমির

0 ৭৭৪

ross-sea-protectআন্তর্জাতিক ডেস্ক : বিপন্ন সামুদ্রিক জীবন বাঁচাতে ঐতিহাসিক সমঝোতা৷  আন্টার্কটিকা প্রদেশের রস সাগরকে বিশ্বের বৃহত্তম মেরিন পার্ক তৈরিতে সম্মত আন্তর্জাতিক মহল৷ এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সহ ২৪ টি দেশের সমঝোতা হয়েছে৷ আন্টার্কটিকার রস সাগর এলাকাটি জীব বৈচিত্রের জন্য বিশেষ পরিচিত৷ মেরু অঞ্চলের অতি আকর্ষণীয় জীবন এখানেই দেখা যায়৷  বিশ্বের সবচেয়ে আদিম সামুদ্রিক বাস্তু অঞ্চল বলেও রস সাগর পরিচিত৷  ৩৮ শতাংশ এডেলি পেঙ্গুইন, ৩০ শতাংশ অ্যান্টার্কটিক সামুদ্রিক পাখির বসবাস এখানে৷ রয়েছে  ৬ শতাংশ অ্যান্টার্কটিক তিমির আবাস৷ সিলের অন্যতম খাদ্য ক্রিল প্রচুর পরিমাণে মেলে এখানে৷  পাঁচ বছর আগে রস সাগরকে সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল৷ দীর্ঘ আলোচনায় অনেকবার সমঝোতা পিছিয়ে গিয়েছে৷ গত সপ্তাহে ফের আলোচনা শুরু হয়৷ অবশেষ নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র এক অবস্থান নেওয়ায় সমঝোতা হল৷ ফেল আন্তর্জাতিক জলসীমায় এই প্রথম কোনও মেরিন পার্ক তৈরি হতে যাচ্ছে৷ সমঝোতা অনুসারে রস সাগর এলাকা থেকে কোনও সামুদ্রিক প্রাণী কিংবা খনিজ উপকরণ সরানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে৷ সর্বোপরি নিশ্চিন্তে থাকবে পেঙ্গুইন, সিল, তিমি ও মেরু পাখির দল৷

Leave A Reply

Your email address will not be published.