রাজশাহী নগরী পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা

0 ৫৯৫

রাজশাহী অফিস : রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে কঞ্জারভেন্সী বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগর ভবনের জিআইজেড সভাকক্ষে আয়োজিত সভায় সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত থেকে পরিচ্ছন্ন বিভাগের সকল কার্যক্রম আরও জোরদারকরণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হবার নির্দেশ প্রদান করেন। সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের করণীয় ও পরিচ্ছন্ন বিভাগের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, কমিটির সদস্য ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব সাঈদ টুকু, কমিটির সদস্য ও ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাসিরা খানম, কমিটির সদস্য ও ৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ সামসুন নাহার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মুস্তাক হোসেন ঝন্টু, সকল পরিদর্শক এবং কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.