রাণীনগরে ডাকাতি ঘটনায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

0 ১,৩৯৫

রাব্বী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভেবরা গ্রামে বাবলু সরদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় একজন সাবেক ইউপি সদস্য সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভেবরা গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে ও কালিগ্রাম ইউপির সাবেক সদস্য শাহীন আলম শাহীন (৪০), আবাদ পুকুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে খোকন মোল্ল্যা(৩৫), ভেবরা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে শামিম হোসেন(৩৮), রহিম উদ্দিন সরদারের ছেলে সুলতান আহমেদ(৪৫),শুকবর আলী মন্ডলের ছেলে সেকেন্দার আলী (৪৭) ও ধনতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মমিন (২০)।
উল্লেখ্য যে,উপজেলার কালীগ্রাম ইউপি’র ভেবরা গ্রামের আলহাজ্ব সোলেমান সরদারের ছেলে বাবলু সরদারের বাড়িতে গত শনিবার রাত আনুমানিক ১টার দিকে প্রায় ১৮-২০ জনের সশস্ত্র ডাকাত দল তার জোর পূর্ব্বক বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যকে মারপিট করে পাশের ঘরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রেখে নগদ ১ লাখ টাকা, প্রায় ৫ভরি স্বর্ণালংকার, ও পরনের ১টি জাকেটসহ মোট প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের চিৎকারে আশে পাশের এগিয়ে এলে ২টি ককটেল বিষ্ফোরন ঘটিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এই ঘটনায় রোববার রাতে রানীনগর থানার এস আই সফিকুর রহমান অভিযান চালিয়ে ডাকাতর ঘটনায় জড়িত সন্দেহে ওই ৬জনকে গ্রেফতার করেন।

Leave A Reply

Your email address will not be published.