রুয়েটে খোলা হচ্ছে দু’টি নতুন বিভাগ

0 ২,১৬৪

ruetরাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে খোলা হচ্ছে দু’টি নতুন বিভাগ। বিভাগ দু’টি হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ এবং ম্যাটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ জানিয়েছে, দেশে দক্ষ জনবল সৃষ্টি এবং যুগের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এই বিভাগ দু’টি খোলা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন এই বিভাগ দু’টিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
তিনি আরও বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে নতুন এই বিভাগ দু’টিতে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়টি অন্তর্ভূক্ত থাকবে।
এই দু’টি নতুন বিভাগ নিয়ে রুয়েটে স্নাতক ডিগ্রী প্রদানকারী বিভাগের সংখ্যা দাঁড়ালো ১৪ টিতে।

Leave A Reply

Your email address will not be published.