র্ফামগেট এ ফেডারেল হোমিও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: আরিফ নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার।

0 ১,৯৪৩

আলমগীর, ঢাকা:
০৫ মে, শুক্রবার ২০১৭ ফেডারেল হোমিও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: আরিফ নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হন।সাবেক অধ্যক্ষ ডা: আরিফ বহু অপর্কমের হোতা। নারী ও শিশু নির্যাতন মামলায় পল্লবী থানার এস আই ও তার সহযোগীরা ডা: আরিফ এর বাসায় রাতে অভিজান চালিয়ে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে গত ০২/০৩/২০১৭ ইং তারিখে সি আর মামলা নং ৩৯/১৭ দায়ের করা হয় এই মামলার আসামী হলো ২জন অন্য জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি না হওয়াতে তাকে গ্রেফতার করা হয় নাই। ফেডারেল হোমিও মেডিকেল কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সোহেলা পারভীন সে ও এই মামলার আসামী। ডাঃ সামসুদ্দোহা আরিফ একজন লম্পট চরিত্রহীন তার বিরুদ্ধে এর আগেও শের ই বাংলানগর থানায় একটি জিডি করা হয় ৩০-১১-২০১৬তে জিডি নং ২২৩১/১৬।ডা: আরিফ প্রতিনিয়ত ডা:ফরিদার সাথে গোপন একটি রুমে মেলামেশা করতো।এবং কলেজ এর ছাত্রছাত্রীরা হাতে নাতে ধরে।ছাত্রছাত্রীরা হাতে নাতে ধরার কারনে ডা: আরিফ টাকার ক্ষমতায় উল্টা ছাত্রছাত্রীদের নামে মামলা করে।এই নিয়ে তার বিরুদ্ধে শিক্ষক ছাত্রছাত্রীরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করে আসছে । জানা যায় প্রতিবাদ করার কারনে একজন শিক্ষকের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।এবং কলেজ এর কোটি কোটি টাকা লুটপাট করে নেয়। পল্লবী থানা আদালতে চালন করলে আদালত ডাঃ আরিফকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরন করে।

Leave A Reply

Your email address will not be published.