সরকারের নীতির কারণেই রোহিঙ্গারা মারা যাচ্ছে- রিজভী

0 ১,২২৪

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ সরকারের নীতির কারণেই প্রতিদিন ১০ থেকে ১২ জন রোহিঙ্গা বৃদ্ধ ও শিশু মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রতিদিন ১০ থেকে ১২ জন বৃদ্ধ ও শিশু রোহিঙ্গা মারা যাচ্ছে। সরকারের নীতির কারণে তারা মারা যাচ্ছে। এজন্য বাইরে থেকে যে ত্রাণ আসবে তা বিতরণের বিষয়ে গণমাধ্যম যাতে জানতে না পারে, কারণ সেখানে লুটপাটের একটি সুযোগ থাকবে। আর বিএনপি ও অন্যান্য সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে সেখানে যাতে যেতে না পারে, সরকার সেই ব্যবস্থাও করেছে। অর্থাৎ অং সান সু চির কর্মকানণ্ডের সাথে শেখ হাসিনার কর্মকাণ্ডের কোনও গরমিল নেই। একই।’
রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় বিএনপির একটি উচ্চপর্যায়ের টিম কক্সবাজার গিয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে আমাদের টিমের ত্রাণ কার্যক্রমে বাধা দিয়েছে। কক্সবাজার বিএনপি অফিসের সামনে আমাদের ২২ থেকে ২৩ ট্রাক ত্রাণ আটকে দেয়া হয়েছে। তাহলে এই সরকার কার সরকার?’

রোহিঙ্গারা আরও নির্যাতিত হোক, ওরা মরে যাক, ওদের কোনও সহায়তা করা হবে না- এই নীতিতে সরকার চলছে বলে মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গারা তাদের সাথে যা সামান্য কিছু নিয়ে আসতে পেরেছে সেটাও ক্ষমতাসীন দলের লোকেরা কেড়ে নিচ্ছে – বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র।
সু চির বাবা রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েছিলেন উল্লেখ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অং সান সু চি আজ পিতার মতামতকে লঙ্ঘন করে পিশাচদের পথ অবলম্বন করেছেন। আর এটার সভাপতিত্ব করছেন অং সান সু চি নিজে এবং পরিচালনা করছেন শেখ হাসিনা।’
ঈদের পর থেকে গুম ও গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের তালিকা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আবারও গুম ও গ্রেফতার  বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গা ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই এগুলো করা হচ্ছে।’
হঠাৎ করে গুম ও গ্রেফতারের ঘটনার নেপথ্যে সরকারের কোনও খারাপ উদ্দেশ্য এবং ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন রিজভী।
আয়োজক সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মাদ রহমত উল্লাহ,অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.