সাভারে গ্যাস লাইটার কারখানায় আগুন দগ্ধ ২৩

0 ১,০৪২

11বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস লাইটার তৈরির কারখানায় মঙ্গলবার বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিকেল সাড়ে ৪ টার দিকে শিল্পাঞ্চলের জিরাবো এলাকার কালার ম্যাচ বিডি লিমিটেড নামক গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় কমপক্ষে ২৩ নারী শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে উত্তরা ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ডিইপিজেড, উত্তরা, সাভার, ধামরাই থেকে আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইটারের কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুনের শিখা ঘটনাস্থলের অনেক দূর থেকে দেখা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কারখানায় গ্যাস মজুদ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ভেতরে কেউ আটকা পড়েছে কি না- সেটি সার্চ করা হচ্ছে। রাইজিংবিডি

Leave A Reply

Your email address will not be published.