সিরিজ জয়ের পথে ভারত

0 ৩১৭

খেলাধুলা ডেস্ক: পুণেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে লড়ছে ভারত-শ্রীলঙ্কা। ভারতের ২০১ রান তাড়া করতে নেমে স্বস্তিতে নেই লঙ্কানরা। এ প্রতিবেদন লেখার সময় ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে তুলেছে ৯৫ রান। ধনঞ্জয়া ডি সিলভা ৪১ রান নিয়ে ব্যাট করছেন।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। পাওয়ারপ্লের ছয় ওভারে দু’জনে যোগ করেছিলেন ৬৩ রান। ভারতের ফিফটি এসেছিল ৩০ বলে। ১০০ এসেছিল ৬৬ বলে। মাঝে বিধ্বংসী
লক্ষ্মণ সান্দাকানের তিন উইকেটের দাপটে চাপে পড়েছিল ভারত।

৩৬ বলে ৫২ করে আউট হয়েছিলেন ধাওয়ান। ফিফটি পেয়েছেন লোকেশ রাহুলও। ৩৬ বলে ৫৪ করে সান্দাকানের বলে স্টাম্পড হন তিনি। সনজু স্যামসনও শিকার সান্দাকানের। তাঁকে এলবিডব্লু করে ফিরিয়েছেন তিনি। ভারতের প্রথম উইকেট পড়েছিল ১০.৫ ওভারে। আর চতুর্থ উইকেট পড়ল ১২.৫ ওভারে। দুই ওভারের মধ্যে হঠাৎ কাঁপছিল ভারত। সান্দাকানের শেষ শিকার শ্রেয়াস আইয়ার (৪)। চাপে পড়া ভারতকে বড় লক্ষ্যের দিকে নিয়ে গেছেন মণীশ পাণ্ডে এবং ছয়ে নামা বিরাট কোহলি। ২৬ করে থামেন ভারত অধিনায়ক। মণীশের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৩৭। শেষের দিকে শার্দূল ঠাকুরের ঝড়ে দুইশ পেরিয়ে যায় ভারত। ৮ বলে ২২ করেন
শার্দূল।

Leave A Reply

Your email address will not be published.