সুপ্রিম কোর্টের বিবৃতিতে সব পরিষ্কার-কামরুল

0 ৮৭২

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : প্রধান বিচারপতির বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের বিবৃতিতে সব পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম।তিনি বলেন, ‘আসল রহস্যটা কী বের হয়ে গেছে।আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’
রবিবার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন,‘আমার মনে হয় বিএনপির প্রধান বিচারপতি সম্পর্কে আর কিছু বলার থাকবে না। এ বিবৃতির পর যতই কথা বলবে, ততই বিএনপির জনসমর্থন কমবে। এই বিৃবতির পর মানুষ আর কিছু শুনতে চায় না।’
খালেদা জিয়াকে আদালতে এসে জামিন চাইতে পরামর্শ দিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, ‘আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। তিনি যদি দেশে আসেন আদালতে হাজির হয়ে জামিন চান হয়তো আদালত বিবেচনা করবে। কিন্তু ওয়ারেন্ট জারি করেছে আদালত সেখানে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কোনও কারণ আছে বলে আমরা মনে করি না।’
রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন,‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন। আশা করছি একটা ফর্মূলা বের হবে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে।’
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.