সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছা দূত বিপাশা হায়াত

0 ২৫৯

বিনোদন ডেস্ক: অভিনয়শিল্পী থেকে নির্মাতা, চিত্রকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে চিত্রশিল্পী হিসেবেও খ্যাতিমান হয়েছে, তিনি বিপাশা হায়াত। এবার আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের শুভেচ্ছাদূত হলেন এই জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও চিত্রশিল্পী।

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেনের ৫০ বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে তিনি সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিলেন।

রোববার সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি অফিসে সংশ্লিষ্ট সংস্থা এবং বিপাশা হায়াতের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

বিপাশা হায়াত বলেন, ‘আমি বহুদিন থেকে পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। আমি যখন থেকে মা, আমার ভেতরে আরেকটি শিশুকে ধারণ করেছি, তখন থেকে শিশুদের প্রতি আমার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে মমতা তৈরি হয়েছে, তা কেবল আমার সন্তানদের জন্য নয়, সব শিশুদের জন্যই।’

সেভ দ্য চিলড্রেন শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের প্রতি সহিংসতা, সর্বোপরি জীবনযাপনের অধিকার প্রচার ও রক্ষার কাজ করে। সংস্থাটি বাংলাদেশে প্রায় ৫০ বছর যাবৎ ও বিশ্বব্যাপী ১০০ বছর যাবৎ কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.