সোনা ঘরে তুলতে সৌম্য-শান্তদের করতে হবে ১২৩ রান

0 ২৭১

স্পোর্টস ডেস্ক: এসএ গেমসে ছেলেদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১২২ রানে বেঁধেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। ফলে সোনার শিরোপা ঘরে তুলতে সৌম্য-শান্তদের এখন করতে হবে ১২৩ রান।

সোমবার (৯ ডিসেম্বর) নেপালের কীর্তিপুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান তুলে শ্রীলঙ্কা।

২৮ বলে ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে ভয় দেখাচ্ছিল লঙ্কানরা। ৫ম ওভারে সুমন খানের বলে আফিফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৬ রান করে সাজঘরে ফিরেন অপেনার নিশান মধুশাঙ্কা ফার্নান্দো। ২২ বলে ২৪ রান করে ফিরেন আরেক অপেনার পাথুম নিশাঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শাম্মু আসান। অধিনায়ক চারিথ আসালঙ্কার ব্যাট থেকে আসে ১২ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হাসান মাহমুদ। এছাড়া তানভির ইসলাম ২টি ও সুমন খান নেন ১টি উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছে বাংলাদেশ। ৮ রানে অপরাজিত আছেন সাইফ হাসান। অপর অপেনার সৌম্য সরকার এখনও রানের খাতা খোলেননি।

এর আগে গতকাল এসএ গেমসে মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা ঘরে তুলেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

Leave A Reply

Your email address will not be published.