হবিগঞ্জে দরিদ্রদের বাড়িতে চাল-ডাল পৌঁছে দেবে জেলা প্রশাসন

0 ১,১৯৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের দরিদ্রদের বাড়িতে চাল, ডাল ও আলু পৌঁছে দেবে জেলা প্রশাসন। হবিগঞ্জের প্রতিটি উপজেলায় শনিবার থেকে সরকারি বরাদ্দের এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। রিকশা চালক, দিনমজুরদের মতো নিম্ন আয়ের মানুষজনদের কথা বিবেচনা করে সরকার এই বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, এগুলো যেন সঠিক মানুষজন পান সেটা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলার দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে এসব উপকরণ পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছি। আশা করছি শনিবার থেকেই এসব সামগ্রী আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারব।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। এ সময়, নিম্ন আয়ের মানুষদের সহযোগিতায় সরকার প্রতি দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেবে।

Leave A Reply

Your email address will not be published.