হেরেও সংবর্ধনায় ভাসতে চলেছে মিতালিরা

0 ১,৩৭২

খেলাধুলা ডেস্ক : লর্ডসের মাটিতে ইতিহাস সৃষ্টির হাতছানি থাকলেও বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হার মিতালি অ্যান্ড কোং-এর৷অল্পের জন্য বিশ্বসেরার সম্মান হারলেও ১৩০ কোটি ভারতবাসীর হৃদয় জিতে নিয়েছে ভারতীয় প্রমিলাবাহিনী৷ভারতে ফিরলেই তাই হরমনপ্রীত-দীপ্তিদের জন্য অপেক্ষা করছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান৷

ভারতীয় ক্রিকেটারদের সম্মান জানিয়ে বরণ করতে চাইছে বিসিসিআই৷সংবর্ধনা অনুষ্ঠানেই বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার৷পাশাপাশি সার্পোট স্টাফরা পাবেন প্রত্যেকে ২৫ লক্ষ টাকা৷

১২ বছর পর ফাইনাল খেলে দেশের নাম উজ্জ্বল করায় ইতিমধ্যেই ঝুলনদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী টুইটারে লেখেন,‘আমাদের মেয়েরা মাঠে তাদের সেরাটা দিয়েছে৷বিশ্বকাপ জুড়েই ওরা অসম্ভব জেদ ও ইচ্ছাশক্তি দেখিয়েছে৷ ওদের জন্য গর্বিত৷’ ফাইনালের আগে প্রত্যেক খেলোয়াড়কে আলাদা করে টুইট করেছিলেন মোদী৷মিতালি-ঝুলনদের সান্ত্বনা দিয়েছেন সচিন তেন্ডুলকরও৷ শেষবার ২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে রার্নাস হয়ে ঘরে ফিরেছিল ‘উইমেন ইন ব্লু’৷

বোর্ড সূত্রে খবর, ঝুলনদের সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ এখনও ঠিক করা হয়নি৷ অনুষ্ঠান নিয়ে আলোচনার জন্য বোর্ডের আধিকারিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ মিটিং করতে চাইছে৷ বোর্ডের পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন৷

Leave A Reply

Your email address will not be published.