৭৫’র পরবর্তী শেখ হাসিনাই একমাত্র সৎ নেতা: কাদের

0 ৪৮৮

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ৭৫’র সালে পরবর্তীকালে শেখ হাসিনাই একমাত্র সৎ নেতা দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সততা কি, কাকে বলে এ-ই শিক্ষা নিতে হলে শেখ পরিবারকে দেখেন। ৭৫ এর পরবর্তী শেখ হাসিনা ছাড়া আর একজন সৎ নেতার নাম কেউ বলতে পারবে না। একজন মানুষের জীবনে ভালোবাসা থাকলে আর কিছুই দরকার হয় নাই।’ব্রেকিংনিউজ

শনিবার (৩০ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশে ত্যাগের রাজনীতি শিখিয়েছেন। রাজনীতির কেনা-বেচার হাতিয়ার না। রাজনীতিকে হাতিয়ার হিসেবে গড়ে তুলবেন না। রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। আমাদের এই শিক্ষা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পরিবার শিক্ষিত পরিবার। সারা বিশ্বে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। শেখ হাসিনার বোন শেখ রেহেনা খুব সাধারণ জীবন যাবন করেন। তিনি বাসে করে অফিসে যান। সজীব ওয়াজেদ জয় আইসিটিতে নিরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন। তারা কোন হাওয়া ভবন গড়ে তুলেননি, তারা মানুষের কল্যাণে কাজ করেন।’

শেখ হাসিনার কন্যা পুতুল তিনিও সারা বিশ্বের অটিজম শিশুদের নিয়ে কাজ করেন। শেখ রেহেনার ছেলে ববিও কাজ করে খান বলে যোগ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনের পরেই সিটি করপোরেশন নির্বাচন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুদ্ধি অভিযান চলছে, এই অভিযানকে সফল করতে হবে। সিটি করপোরেশন আর বেশি দেরি নেই, এই সম্মেলন থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনে যেন জয়ী হতে পারি। সিটি করপোরেশন নির্বাচনে সফল করতে হবে। এই সম্মেলনের পরে থেকে সেই প্রস্তুতি নিতে হবে।’

 

Leave A Reply

Your email address will not be published.