অতিরিক্ত প্রত্যাশাই বাংলাদেশকে ডুবিয়েছে, বললেন হাথুরুসিংহে
বাংলাদেশের স্বপ্নের ঝুলি থেকে আগেই বিদায় নিয়েছে সেমিফাইনালের আশা। টানা ছয় হারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবদের অংশগ্রহণ নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা। দিল্লিতে আগামীকাল সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবু, কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বিশ্বকাপে সেরা আটে থাকতে হবে, যেখানে বাংলাদেশের অবস্থান নবম।
কিন্তু, সেই একটি জয়েই শেষ। তারপর কেবলই হার। যেখানে হেরেছে নেদারল্যান্ডসের কাছেও। ছয় ম্যাচের কোনোটিতেই মনে হয়নি বাংলাদেশ ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে। এমন ভরাডুবির উত্তর নেই কারও কাছে। তবে, বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, অতিরিক্ত প্রত্যাশার চাপই এমন ভরাডুবির একমাত্র কারণ।
আজ রোববার (৫ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘খেলোয়াড়দের স্কিল কমে যায়নি। প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত কিছুই বদলায়নি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। বিশ্বকাপের আগে যেভাবে খেলেছি, সেটি এখানে করতে পারিনি। এমন ভরাডুবির পেছনে আমার মনে হয় একটাই কারণ, আর সেটি হচ্ছে অতিরিক্ত প্রত্যাশার চাপ। যা খেলোয়াড়দের মানসিকভাবে পিছিয়ে দিয়েছে।’