অনুসন্ধান কমিটির সদস্যরা গ্রহণযোগ্য সিইসি’র নাম প্রস্তাব করবেন

0 ১,০৯০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : অনুসন্ধান কমিটিতে যাঁরা এসেছেন তাঁরা সম্মানিত ব্যক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘আশা করি, তাঁরা সবার কাছে গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করবেন। নতুন নির্বাচন কমিশন বিগত নির্বাচন কমিশনের মতো হবে না। ’ আজ শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ, বিএনপি এখন আগের অবস্থানে নেই। বর্তমান সরকারের কাছ থেকে জনগণ দূরে সরে যাচ্ছে। সে কারণে মানুষ জাতীয় পার্টিতে যোগদান করতে চায়।
আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবেন বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এটা আমার প্রতিশ্রুতি। এ কারণে সারা দেশের বিভিন্ন দলের নেতারা আমাদের দল থেকে নির্বাচন করার আগ্রহ জানাচ্ছেন। ’
এদিন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের নেতৃত্বে বাগেরহাট জেলার কয়েকজন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে এরশাদ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়।ভিনিউজ।

Leave A Reply

Your email address will not be published.