অবশেষে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেছে র্যাব।
রবিনার (৬ অক্টোবর) ভোর রাত ৫টার দিকে কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্ণেল সারওয়ার-বিন-কাশেম।
তিনি বলেন, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে র্যাব গ্রেফতার করে।
রবিবার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে র্যাব।