অবিস্মরণীয় জয় ধোনিকে উৎসর্গ করলেন জাদেজা
শেষ দুই বলে ১০ রানের সমীকরণ মিলিয়ে চেন্নাই সুপার কিংসকে আইপিএলের শিরোপা উপহার দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ম্যাচ শেষে তাঁকে ঘিরেই উৎসব চেন্নাইয়ের। তবে উৎসবের মাঝে প্রিয় মাহিকে মনে করতে ভুল করলেন না জাদেজা। এই অবিস্মরণীয় জয় মাহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করলেন ম্যাচ জয়ের নায়ক বাঁহাতি এ অলরাউন্ডার।
আইপিএলের ফাইনালে গতকাল সোমবার ২৯ মে দিবাগত রাতে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারছিলেন না বাঁহাতি অলরাউন্ডার। দলকে জিতিয়ে জাদেজা বলেন, ‘আমি গুজরাটের ছেলে। তাই অনুভূতিটা একটু অন্য রকম। এখানকার দর্শকেরা অসাধারণ। বৃষ্টির জন্য এত মানুষ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। চেন্নাইয়ের সমর্থকদের অভিনন্দন জানাতে চাই সব সময় পাশে থাকার জন্য।’
এরপর তাকে প্রশ্ন করা হয় এই জয় তিনি কাকে উৎসর্গ করবেন? জবাবে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘আমি এই জয় উৎসর্গ করতে চাই সিএসকে পরিবারের এক জন বিশেষ ব্যক্তিকে। তিনি মাহেন্দ্র সিংহ ধোনি।’
এর আগে প্রথম কোয়ালিফায়ারে মাঠে ধোনির সঙ্গে তর্কে জড়ান জাদেজা। দুজনেই বেশ উত্তেজিত দেখিয়েছিল সে সময়। তৈরি হয় জল্পনা। জয়ের পর ডাগ আউটের দিকে দৌড়ে গিয়ে ধোনির কোলেও উঠে সেই জল্পনায় আগেই জল ঢেলে দেন জাদেজা। তিক্ততা ভুলে দুজনে মাতলেন শিরোপা উৎসবে।