অর্জুনের সঙ্গে প্রেম ভেঙেছে, ৬ দিন ঘরবন্দি মালাইকা!
বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। ছয় দিন ঘরবন্দি আছেন মালাইকা। দুজনের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন দাবি ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফের।
সেই প্রতিবেদনে সংবাদমাধ্যমটি দাবি করেছে, প্রায় ছয় দিন মালাইকা বাড়ির বাইরে পা রাখেননি; মালাইকা খুব ভেঙে পড়েছেন। তিন দিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনারে গিয়েছিলেন অর্জুন। মালাইকার বাড়ির খুব কাছে রিয়ার বাড়ি, তবে অর্জুন সেখানে যাননি। এমনটা সাধারণত ঘটেই না।
সূত্রটি আরও দাবি করেছে, ‘এই জুটি প্রায়শই ডেটে যায়, কিন্তু সবকিছুই আচমকা বন্ধ। দুজনের মধ্যে সবকিছু ঠিক নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে।’
যদিও বিচ্ছেদের এই জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি অর্জুন-মালাইকা।
অনেক জল্পনা-কল্পনা ও গুজবের পর ২০১৯ সালে প্রেমের সম্পর্ক স্বীকার করেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। এর আগে মালাইকা ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত অভিনেতা আরবাজ খানের সঙ্গে সংসার করেন।
Comments are closed.