রাবি প্রতিনিধি: অর্ধশতাধিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৩ এর আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামস এসব তথ্য জানান। আগামী ১৮ ও ১৯ অক্টোবার (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন প্রাঙ্গণে সপ্তম বারের মতো এ ফেস্ট অনুষ্ঠিত হবে।
যা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ১৮ই অক্টোবর (বুধবার) ‘মিথ বাস্টিং আইইএলটিএস’ বিষয়ে বক্তব্য দিবেন রাজশাহীর প্রধান নির্বাহী মেন্টর সাইফুল ইসলাম প্রিন্স, ‘আনলকিং ফিউচার সাকসেস: ন্যাভিগেটিং ক্যাম্পাস রিক্রুটমেন্ট অপরচুনিটিস্’ বিষয়ে বক্তব্য দিবেন এক্সপ্রেস লেদার প্রোডাক্টস খান আমানুর রহমান,
‘কোডটি ক্র্যাক করুন: রিজিউম এবং ইন্টারভিউ হ্যাক’ বিষয়ে বক্তব্য দিবেন ম্যারিকো’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাইশা তাবাসসুম, এবং ‘রোড টু স্টাডি অ্যাবরোড’ বিষয়ে বক্তব্য দিবেন এডুকেশন হার’র ব্র্যাথা ম্যানেজার মোহাম্মদ মুবারাক হোসেন।
১৯ অক্টোবর (বৃহস্পতিবার) ‘কর্পোরেট গ্রুমিং’ বিষয়ে বক্তব্য দিবেন ব্লাক বোর্ড অ্যাকাডেমির প্রধান নির্বাহী বক ইশতিয়াক আহমেদ, ‘ফ্রিল্যান্সিং ও সাইবার বুলিইং প্রতিরোধ’ বিষয়ে বক্তব্য দিবেন রেম আইটির প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুর রহমান, ‘রোড টু স্টাডি অ্যাবরোড’ বিষয়ে বক্তব্য দিবেন এডুকেশন হাব ইমরুল কায়েস।
রাবি ক্যারিয়ার ক্লাবের এই আয়োজনে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসছে মেরিকো বাংলাদেশ লিমিটেড, মেন্টর, বিকাশ, লুটু, প্রাণ, ব্র্যাক, পাঞ্জেরী, ইডোএক্সপার্ট ও ব্ল্যাকসহ আরো মোট ১৫ টি কোম্পানি । সংগঠনটি জানায়, বিগত সংস্করণে রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব বিশ্ববিদ্যালয়ের ৫০০ শতাধিক শিক্ষার্থীকে সরাসরি মেনটরিং ও চাকরির সুযোগ এবং অসংখ্য শিক্ষার্থীকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ক্যারিয়ার ফেস্ট সফলভাবে সম্পন্ন করে।
ক্যারিয়ার ফেস্ট অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কোম্পানিতে নিজের সিভি জমা জমাদানের সুযোগ, অনক্যাম্পাস চাকরির নিয়োগ, ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার মূলক সেমিনার, ট্রেনিং, ওয়ার্কশপ, কুইজ প্রতিযোগিতা এবং কর্পোরেট নাইট প্রশিক্ষণের সুযোগ পাবে।
সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামস বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সহযোগিতার লক্ষ্যে দুই দিনব্যাপী সিসিডিসি ও ডিনস কমপ্লেক্সে থাকছে বিভিন্ন ইন্টারএক্টিভ সেশন। তাছাড়াও এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য ফুল-টাইম, পার্ট-টাইম, স্বেচ্ছাসেবক এবং ইন্টার্নশিপের সুযোগ অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম।
বহুজাতিক এবং জাতীয় কোম্পানিগুলো শিক্ষার্থী এবং প্রাক্তন ছাত্রদের নিয়োগের জন্য ক্যাম্পাসে থাকবে। তিনি আরও জানান, ক্যারিয়ার ফেস্টের উদ্বোধনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সিভি মূল্যায়ন ও সরাসরি ক্যাম্পাসে নিয়োগ এবং পার্টটাইম, ফুলটাইম ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
এছাড়াও এই ফেস্টে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার সেমিনার, নেতৃত্ব প্রশিক্ষণ, ব্যবসায়িক গেমস, প্যারিস রোডে ফ্ল্যাশ মব, ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার এবং ফ্রেশার্সদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে।
এ সময় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. রোকসানা বেগম বলেন, প্রতিটি যুবকের স্বপ্নকে বাস্তবায়ন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করছে জব ফেয়ার। আরইউসিসি জব ফেয়ারের মাধ্যমে অনেকে কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। একজন শিক্ষার্থীর ভবিষ্যত জীবন নিয়ে অনেক স্বপ্ন থাকে, স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে ক্যারিয়ার ফ্যাস্টের আয়োজন করতে যাচ্ছে ক্যারিয়ার ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন ড. মনিমুল হক, সহকারী প্রক্টর ড. জহুরুল আনিস, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে।
দেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন বাংলালিংক, স্যামসাং, ম্যারিকো, ইউনিলিভার এবং আরও অনেকের সাথে অনেক সহযোগিতামূলক অনুষ্ঠান করেছে। এছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং এর আয়োজন করে থাকে।