‘অ্যানিমেল’ সিনেমায় বাঙালি সাজে রাশমিকা
প্রকাশ্যে এলো দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার নতুন পোস্টার। সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম নিয়ে ভক্ত ও অনুরাগীদের মনের সব জল্পনার অবসান ঘটলো এই পোস্টার প্রকাশে।
এই পোস্টে টিজার ও সিনেমাটি মুক্তি পাচ্ছে কবে, অনুরাগীদের সেই বার্তাও দিয়েছেন রাশমিকা। গত ১১ আগস্ট সিনেমা হলে ‘অ্যানিমেল’ মুক্তির কথা ছিল, কিন্তু ‘গদর ২’ এবং ‘ওএমজি ২’র সঙ্গে ক্ল্যাশ করায় সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। এবার নতুন তারিখ প্রকাশ করলেন দক্ষিণী এই অভিনেত্রী।
অভিনেত্রীর পোস্টে জানা গেছে, সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১ ডিসেম্বর। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ পাবে সিনেমাটির টিজার। এ সিনেমাটিতে রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, অনিল কাপুর ছাড়াও আরও রয়েছেন ববি দেওল ও তৃপ্তি দিমরি প্রমুখ।