‘আইপিএলে দল না পেলেও সাকিব সেরা’
সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকলেও আইপিএলের নিলামে প্রথম ডাকে দল পাননি সাকিব আল হাসান। বাংলাদেশি তারকাকে কেনার বিন্দুমাত্র আগ্রহও প্রকাশ করেনি দলগুলো। তবুও সাকিবের জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদের বিশ্বাস সাকিব ও মুস্তাফিজুর রহমান দুজনেই দল পাবেন। আর দল না পেলেও সতীর্থদের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবেই দেখেন তাসকিন।
আজ শনিবার বেঙ্গালুরুতে বসেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। নিলামের ১৯ ডাকে সাকিবের নাম ওঠে। কিন্তু কেউই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। উপস্থাপক বেশ কয়েকবার সাকিবের নাম উল্লেখ করেন তাতে কেউ সাড়া দেয়নি।
এখনই অবশ্য সাকিবের দল পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখালে পরে আবার তাঁর নাম উঠতে পারে। তাসকিনেরও বিশ্বাস সাকিব-মুস্তাফিজরা দল পাবেন।
মিরপুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘সত্যি কথা বলতে আমার ওইটা (আইপিএল) নিয়ে কোনো আগ্রহ নাই। আমাদের অনেক খেলা আছে, টেস্ট খেলা আছে, তাই খেলার সুযোগও কম। দল পেলে ভালো লাগতো। সাকিব ভাই, মুস্তাফিজ দল পাবে। যদি নাও পায়, ওরা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
চোটের কারণে বিপিএলের মাঝপথে ছিটকে গেছেন তাসকিন। চোটের অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ রহমতে এখন অনেক ভালো। আজ বোলিং করলাম। আমাদের জাতীয় দলের ফিজিও নির্দেশমতো আমার ট্রেনিং প্ল্যান দেওয়া আছে। সেইভাবেই এগুচ্ছি। সামনে সেশনগুলো আরো ভালো হলে আত্মবিশ্বাস আরো বাড়বে।’
তাসকিন আরো বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে শঙ্কার কিছু নাই। যদি সেখানে আমাকে বিবেচনা করা হয়, আশা করি ফিট থাকব।’
Comments are closed.