
প্রতিমন্ত্রী শুক্রবার নাটোরের সিংড়া উপজেলা অডিটরিয়ামে ২২ জন কান্সার, কিডনী,স্ট্রোক, লিভার সিরোসিস, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী এবং অগ্নিদগ্ধে ও পানিতে ডুবে মৃত্যুবরণকারী শিশুর পরিবারসহ অসুস্থ ব্যক্তির চিকিৎসায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার চেক হস্তান্তর করেন। একই সময় ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০০ কৃষককে রোপা আমন ধানের বীজ-সার এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিনামুল্যে বিতরণ করা হয়।
এছাড়াও ৪০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে হাঁস ও মুরগীসহ খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।