আগষ্ট বিপ্লবে চোখে গুলিবিদ্ধ মেহদীর সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
এএস সুমন, স্টাফ রিপোর্টার:: বুধবার দুপুর ১২.০০ টার দিকে
রাজশাহী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী গ্রামের মো: শুকুর আলীর
ছেলে, মো: মেহেদি হাসান(২৮) গত ৫ আগষ্ট ছাএ-জনতার মিছিলে গাজীপুর অঞ্চলে
পুলিশের ছোড়া গুলি তার চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে ২৫-৩০ টি বুলেট
বিদ্ধ হয়। বুধবার দুপুরে আহত মো: মেহেদী হাসানের সাথে দ্বীতিয় বার
সাক্ষাৎ করতে আসেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তার সুস্থ্যতার জন্য দোয়া করেন,রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো: নাজমুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী পূর্ব জেলা জামায়াতের আমীর জনাব মো:
রেজাউর রহমান, চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো: আবুল কালাম
আজাদ, সেক্রেটারি অধ্যাপক মো: আইয়ুব আলী,প্রচার ও মিডিয়া সম্পাদক মো:
সুফেল রানা, বামনদিঘী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো: শামসুজ্জামান
লাল,মো: সেলিম রেজা,মো: মাসুদ রানা, মো: শহিদুল ইসলাম, মো: সিদ্দিকুর
রহমান সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। এ সময় মেহেদী হাসানের
পরিপূর্ণ সুস্থ্যতা চেয়ে মহান রব এর নিকট ফরিয়াদ করা সহ পরিবারের
সামগ্রিক খোঁজখবর নেয়া হয়।