‘আগের চেয়ে এবার দেশের রাস্তাঘাটের অবস্থা ভালো’
আগের যেকোনো সময়ের চেয়ে এবার বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা ভালো বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ের এবার বাংলাদেশের রাস্তাঘাট ভালো। জনগণের যাতে দুর্ভোগ না হয়, এ জন্য আমরা বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের অনুরোধ করেছি, যেন ধাপে ধাপে ছুটি দেওয়া হয়।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘যাদের যা দায়িত্ব, সে দায়িত্ব যদি যথাযথভাবে পালন করা হয়, তাহলে এ ঈদযাত্রা অনেকটা ভালো হবে। ঈদযাত্রায় কোনো মানুষকে যাতে রাস্তায় কষ্ট বা দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ঈদের পরের আন্দোলন—দেখতে দেখতে ১৩ বছর পেরিয়ে গেছে। বিএনপি দিশেহারা পথিক, পথ হারিয়ে কখন যে কী চায়, তারা নিজেরাও জানে না।’
Comments are closed.