আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

0 ২৮২
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন সহ  একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলো সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর  থানার  টেকনোগোপাড়া গ্রামের মৃত  সামিদুল ইসলামের ছেলে শামীম উদ্দিন(১৯) র‌্যাব ৫  চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে  কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে গোদাগাড়ী থানার রসুনদীঘি সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশী পিস্তুল, চারটি ম্যাগজিন ও  আট রাউন্ড গুলি সহ শামীম উদ্দিনকে হাতেনাতে আটক করে।
এব্যাপারে সংশ্লিষ্ট  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত শামীম উদ্দিনকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.