আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের সাকিব, মুশফিক

0 ৫২১

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগের সকল জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর রাজশাহী বিভাগীয় কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

আজ সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো: আবদুল মতিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অনেক। বাংলাদেশের যুবদল বিশ^কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। সার্ক ও কমনওয়েলথ গেমস্ েবাংলাদেশের সাফল্য অনেক। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, প্রতিটি খেলায় হার-জিত থাকবে, এটা মেনে নিতে হবে। ভবিষ্যতে জেতার যে সংকল্প সেটাকে আরো সুদৃঢ়ভাবে ধারণ করতে হবে। মনে রাখতে হবে একজন ভালো খেলোয়াড়ই বাংলাদেশকে বিশে^র কাছে পরিচয় করিয়ে দিতে পারে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com