আটঘরিয়ায় আসিয়াব এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

0 ১৯৫
পাবনা প্রতিনিধি :  পাবনার আটঘরিয়ায় আসিয়াব এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১১ এপ্রিল)  সকালে বে-সরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব আটঘরিয়া উপজেলা ক্যাম্পাস থেকে দরিদ্র অসহায় প্রতিবন্ধী ১৫০ জনকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ, দেবোত্তর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেহার আফরোজ জলি, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, ক্ষুদ্র এনজিও জোটের সহায়ক আবু হানিফ।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আসিয়াব এর পরিচালক আব্দুস সামাদ বলেন, আটঘরিয়া উপজেলায় ১৫০ জন হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি চাউল,২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিন তৈল, হাফ কেজি সেমাই, ৫০ গ্রাম দুধ, ২ কেজি ছোলা খাদ্য সামগ্রী হিসাবে বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.