আটঘরিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ  বিতরণ

0 ১২২
পাবনা প্রতিনিধি : রবি/২০২৩ মৌসুমে প্রণোদন কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম,ভুট্টা, পেয়াজ, সূর্যমুখি,মুগ,মসুর, খেসারি ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।
রবিবার(১৫ অক্টোবর) সকালে আটঘরিয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী  অফিসার নাহারুল ইসলাম।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথি বক্তব্য দেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
অন্যান্যদেন মধ্যে বক্তব্য দেন উপসহকারী কৃষি অফিসার নুরে আলম সিদ্দিকী, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান, মাজপাড়া ইউনিয়নে ১০৩৫ জন, চাঁদভা ইউনিয়নে ১০৩৫ জন, পৌরসভা ৫৯৫ জন, দেবোত্তর ইউনিয়নে ১১০০, লক্ষীপুর ইউনিয়নে ১১০০ জন কৃষককে জনপ্রতি গম বীজ ২০ কেজি,  ভুট্টা বীজ ২ কেজি, সরিসা বীজ ১ কেজি, শীতকালীন সবজি বীজ ১ কেজি, মুগবীজ ৫ কেজি, মসুর বীজ ৫ কেজি  খেসারি বীজ ৮ কেজি করে এবং  রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.