পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার ষাট গাছা গ্রামের নয়ন (২৪) নামে এক কলেজ ছাত্র গলায় রশি পেচিয়ে আত্বহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ৪ডিসেম্বর দিবাগত রাতের কোন এক সময়। তার পিতার নাম নাসির উদ্দীন। মৃত নয়ন এডওয়ার্ড কলেজেঅনার্স ১ম বর্ষে পড়ালেখা করত।
পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার রাতে নয়ন তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় গলায় রশি পেচিয়ে ডাবের সাথে ঝুলিয়ে থাকে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে।
আটঘরিয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থল এসে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক কলহই আত্বহত্যার কারণ বলে জানান।