আটঘরিয়ায় জাতীয় স্বাস্থ্য কল্যাণ দিবস উদযাপন

0 ১৪৬
পাবনা প্রতিনিধি : “সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের পথে পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্য যাত্রায়” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে পাবনার আটঘরিয়ায় জাতীয় স্বাস্থ্য কল্যাণ দিবস পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্্যালী বের হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ।
এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. কাওসার হোসেন, এমওডিসি ডা. কামরুজ্জামান, এমওআইসিটি ডা. তৌফিক এলাহী প্রমুখ।
উক্ত দিবসে স্বাস্থ্য কমপ্লেক্সে এর সকল নার্স কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.