আটঘরিয়ায় তীব্র গরমে সর্বত্র অস্বস্তি

0 ১৮১
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে পাবনার আটঘরিয়ার মানুষের জীবনযাত্রা। দিনভর কড়া রোদে হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলেরও। কোথাও কোনো স্বস্তি নেই। চারিদিকে একটু শীতল পরশ পেতে মানুষ যেন ব্যাকুল হয়ে পড়েছে।
এদিকে তীব্র গরমে আয় কমেছে খেটে খাওয়া মানুষদের। স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ওদিকে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা। ডায়রিয়াসহ পেটের পীড়া, জ্বর-সর্দি-কাশির রোগী বেশিরভাগ ঘরে হানা দিয়েছে।
 খেটে খাওয়া মানুষেরা বলেন, রোদের তেজ অনেক বেশি। মাঠে কাজ করতে হাঁসফাঁস অবস্থা। একটু রোদে গাড়ি চালালেই শরীর জ্বলতে শুরু করে। তার উপরে রোজা রাখছি। পানির তৃষ্ণা পাচ্ছে। কিন্তু কিছু করার নেই। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। ফলে আয়-ইনকাম কমে গেছে।
আটঘরিয়া উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, ‘বেশ কয়েকদিন থেকে তীব্র রোদের দাপটে বয়স্করা বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। শিশুরা বেশিরভাগ নানা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোদের তীব্রতার কারণে আমরা বেশি করে খাবার সেলাইন পানি খাওয়ার পরামর্শ দিচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.