আটঘরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

0 ১৮৭
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, মুক্তি যোদ্ধা কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ,
দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আতাউর রহমান, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিস আটঘরিয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেককাটা এবং পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, ওসি আনোয়ার হোসেন,
কৃষি অফিসার সজীব আল মারুফ, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
উক্ত আলোচনা সভায় সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোনতাকিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.