আটঘরিয়ায় মাদক সেবন কারীর কারাদন্ড 

0 ১৩৮
পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মাদক সেবনকারী সৈকত হোসেনকে (২৫) এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত।
বুধবার(২৫ অক্টোবর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাডিস্ট্রট মোঃ নাহারুল ইসলাম এই রায় ঘোষণা দেন।
সৈকত হোসেন উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ঐদিন ঘোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সৈকতের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
পরে ভ্র‍্যাম‍্যমান আদালত পরিচালনা করে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Leave A Reply

Your email address will not be published.