পাবনা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের দলিয় মনোনয়ন প্রত্যাশি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ব্যাপক কর্মী সমাবেশ শুরু করেছেন।
শনিবার(৭ অক্টোবর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, চাঁদভা বাজার আওয়ামী লীগ কার্যালয়ে, খিদিরপুর বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এবং সড়াবাড়িয়া বাজারে চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল এর অফিস প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আজাদ মিন্টু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বদা আমি অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ, মাদক, দূর্ণীতি, চাঁদাবাজ, ও অবৈধ দখলদার মুক্ত আটঘরিয়া- ঈশ্বরদী গড়ার প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমি এআসনে দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হয়ে সাধারণ মানুষকে নিয়ে কাজ করব। তাদের পাশে থাকব।
সমাবেশে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করে পাবনা-৪, আসনের তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালি করার লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। এতে করে সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করছেন।
এসময় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান টুটুল, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খা, সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য জামাল উদ্দিন,
চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক ইদ্রিস আলী মন্ডল, ছাত্র লীগ নেতা জুবায়ের হোসেন প্রমুখ। উক্ত কর্মী সমাবেশে আটঘরিয়া-ঈশ্বরদী উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।