আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার নাদুড়িয়া সরদার মোড়ে রওজাতুস সুন্নাহ মহিলা মাদরাসার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) অনুষ্ঠানিক ভাবে মাদরাসাটি উদ্বোধন করা হয়।
আলহাজ্ব মোঃ ওমর আলী প্রামানিকের সভাপতিত্বে মাদ্রাসাটি উদ্বোধন করেন পাবনা-৩ এলাকার সাবেক সংসদ সদস্য মোঃ পাঞ্জাব আলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, আটঘরিয়া উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুল জলিল, ব্যবসায়ী মোঃ আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় আলেম-ওলামা ও এলাকাবাসী।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওঃ মোঃ মনজুরুল ইসলাম।