প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ
আটঘরিয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা)প্রতিনিধি : "রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৩১ মে) দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি স্কুলের ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে।
বিতর্ক প্রতিযোগিতায় আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাজাহান আলী।
বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মোঃ মুক্তার হোসেন, সরকারি প্রোগ্রামার রোকনুজ্জামান একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, সহকারী শিক্ষক ফারুক হোসেন।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.