আটঘরিয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

0 ১৩৬
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ৫৩তম জাতীয় স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী। ৫৩ তম জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রারাণী মন্ডল, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, কবি বন্দি আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিন, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মায়া, কয়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিটিএর সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সুপার মোঃ আবু বকর প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.