আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণে বই উৎসব আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা। উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান খাজা, সহকারী শিক্ষা অফিসার আয়শা আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের স্বাগতিক বক্তব্যর মধ্যে দিয়ে বই উৎসব শুরু হয়। সেখানে রেলি সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ’ছাড়া আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আজহার আলী উচ্চ বিদ্যালয়সহ বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেতে ওঠে বই উৎসবে। স্কুলে স্কুলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শিক্ষক ও অভিভাবকরা জানান, নতুন বই হাতে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস আমাদেরকেও নাড়া দিয়ে যায়। এই অনুভূতি সত্যিই অসাধারণ।