পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এবছর বাজেট পরিমাণ ধরা হয়েছে ৪ কোটি, ১০ লাখ, ৫ হাজার, ৪২ টাকা।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন আলালের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রতি আয়োজিত বাজেট চেয়ারম্যানের নির্দেশে বাজেট ঘোষণা করেন একদন্ত ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ।
এসময় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোছা: রুমি খাতুন, মারুফা খাতুন, নছুরা খাতুন, আ: মমিন, আফতাব হোসেন, শহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, নুর মোহাম্মদ, আমজাদ হোসেন, রেজাউল করিম পান্না, আমির হোসেন, ইছাহক আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।