আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লার রাস্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

0 ৮১

পাবনা  প্রতিনিধি: আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা দেবোত্তর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক রাজশাহী বেতার ও বিটিবির নিবন্ধিত গীতিকার আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রাসেল মাস্টারের পিতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লা(৭৫) শুক্রবার (৩ নভেম্বর)

সন্ধা পৌনে সাতটার সময়  ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।  শনিবার সকাল এগারোটার সময় উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স এর সামনে রাষ্ট্রিয় মর্যাদায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডের প্রতিনিধি আওরঙ্গ জেব বাবলু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক সহ মুক্তি যোদ্ধাবৃন্দ।
তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে রামচন্দ্রপুর ও ভজেন্দ্রপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তিনি একজন অবসরপ্রাপ্ত রুপালী ব্যাংক কর্মকর্তা এবং বিশিষ্ট  কবি, সাহিত্যিক ও গীতিকার ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.